০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মা দিবসে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি

পুত্র শাহীম মুহাম্মদ পুণ্য’র পর কন্যা সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। নায়িকার জীবনে এসেছে কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম। গেল বৃহস্পতিবার পরী জানান, ৬ দিনের মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। আর আজ বৃহস্পতিবার মা দিবসে কন্যার আকিকার আয়োজনও করেছেন এই তারকা।

এদিন আকিকার পাশাপাশি কন্যাকে প্রকাশ্যে আনলেন পরীমণি। ফেসবুকে প্রকাশিত ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পুণ্য।

ক্যাপশনে ‘বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’

এর আগে কন্যা সন্তানের মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমণি বলেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

তিনি আরও বলেন, ‘জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন, তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই; মনে হয়, আমার নাভি কেটেই ও এসেছে।’

জনপ্রিয় খবর

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়। অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ‘আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্বামী-স্ত্রীর রমরমা ইয়াবা কারবার।

মা দিবসে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি

সর্বশেষ আপডেট : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

পুত্র শাহীম মুহাম্মদ পুণ্য’র পর কন্যা সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। নায়িকার জীবনে এসেছে কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম। গেল বৃহস্পতিবার পরী জানান, ৬ দিনের মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। আর আজ বৃহস্পতিবার মা দিবসে কন্যার আকিকার আয়োজনও করেছেন এই তারকা।

এদিন আকিকার পাশাপাশি কন্যাকে প্রকাশ্যে আনলেন পরীমণি। ফেসবুকে প্রকাশিত ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পুণ্য।

ক্যাপশনে ‘বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’

এর আগে কন্যা সন্তানের মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমণি বলেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

তিনি আরও বলেন, ‘জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন, তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই; মনে হয়, আমার নাভি কেটেই ও এসেছে।’