বিএনপি সাধারণ মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় মন্তব্য করে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, আমরা এমন কিছু করব না,যাতে করে সাধারণ মানুষ যেন বলতে না পারে- আওয়ামী লীগ-বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ।
তিনি বলেন,কারন আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্যটা কিন্তু আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে যাবে।তাই গত ১৭ বছরে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করতে চায়। বিএনপি সাধারণ মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কথা গুলো ভালো করে জেনে বুঝে শুনে অনুধাবন করে আমাদের এলাকার পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় গিয়ে জনগণের সাথে আলোচনার মাধ্যমে তাদের আস্হা আর্জন করতে হবে। মানুষের সমর্থন আদায় করতে হবে।
অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ টা বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা তৈরি হবে। আমরা সেই জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশে সুশাসন ও একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।
ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা নিয়ে কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
আজ রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে খিলক্ষেত থানাধীন বড়ুয়ার আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা ও কর্মশালার আয়োজন করে খিলক্ষেত থানা বিএনপি।
খিলক্ষেত থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর ২.৩০ মিনিটে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে এবং জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু করে চলে বিকেল ৫ টা পর্যন্ত।
৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক।
কর্মশালায় রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী ফজলুল হক ফজলু’র সভাপতিত্বে
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর,ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক,মোঃ আক্তার হোসেন, মোঃ আতাউর রহমান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মোঃ তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,মোঃ আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ,শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু,মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, জিয়াউর রহমান জিয়া, ইব্রাহিম খলিল (সহ দপ্তর),ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহআলম রাজা সদস্য সচিব কামরুল জামান,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ,মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব এ্যাড রুনা লায়লা, তাতী দলের শামসুন্নাহার,কৃষকদলের ডন,খিলক্ষেত থানা বিএনপিরযুগ্ম আহবায়ক সোহরাব খান স্বপন,মোবারক হোসেন দেওয়ান,সি এম আনোয়ার হোসেনসহ প্রমুখ।
ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬ টি থানার ২৬ দিনের কর্মীসভা ও দলের ৩১ দফা নিয়ে কর্মশালা আজ ০৮ ডিসেম্বর রবিবার খিলক্ষেত থেকে শুরু করে আগামী ৩ রা মার্চ ‘২৫ ইং বনানী থানায় গিয়ে শেষ হবে বলে জানায় দলটি।