রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে এক বীর মুক্তিযোদ্ধার ভাতের হোটেলে হামলা চালিয়েছে শাহ আলী থানার যুবলীগের নেতাকর্মীরা।
রোববার গভীর রাতে মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা মোড়ে (মেট্রোবেকারস সংলগ্ন) ফুটপাতের হোটেলে এ হামলা চালানো হয়।
অভিযোগে জানা গেছে, শাহ আলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শোয়েব, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তামিম, সেক্রেটারি রাসেল মোল্লা, ৯৩ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি শানু বেগম, জয়েন্ট সেক্রেটারি নীলুফা ইয়াসমিন, কৃষক লীগের সভাপতি শহিদ খান, খায়রুল ও ছাত্রলীগ নেতা আবির পারভেজ ফুটপাতে ৬০ বছর ধরে ভাতের হোটেল পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা মনির মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গভীর রাতে যুবলীগ নেতা শোয়েবের নেতৃত্বে ৩০-৪০ জন লাঠিসোটা নিয়ে হোটেলে ভাঙচুর ও লুটপাট চালায়।
এই ঘটনা জানার পর রাতেই ঘটনাস্থলে যান মনির মিয়া ও তার পরিবারের সদস্যরা। তারা ভাঙচুরে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও চড়াও হয়। এক পর্যায়ে হামলাকারীরা মনির মিয়া, তার স্ত্রী ও ছেলে মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করে।
শাহ আলী থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। ভাতের হোটেলের মালিক মনির হোসেন একজন মুক্তিযোদ্ধা। এ ঘটনায় একটি অভিযোগ জমা পড়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।
রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে এক বীর মুক্তিযোদ্ধার ভাতের হোটেলে হামলা চালিয়েছে শাহ আলী থানার যুবলীগের নেতাকর্মীরা।
রোববার গভীর রাতে মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা মোড়ে (মেট্রোবেকারস সংলগ্ন) ফুটপাতের হোটেলে এ হামলা চালানো হয়।
অভিযোগে জানা গেছে, শাহ আলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শোয়েব, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তামিম, সেক্রেটারি রাসেল মোল্লা, ৯৩ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি শানু বেগম, জয়েন্ট সেক্রেটারি নীলুফা ইয়াসমিন, কৃষক লীগের সভাপতি শহিদ খান, ও খায়রুল। ফুটপাতে ৬০ বছর ধরে ভাতের হোটেল পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা মনির মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গভীর রাতে যুবলীগ নেতা শোয়েবের নেতৃত্বে ৪০-৫০ জন লাঠিসোটা নিয়ে হোটেলে ভাঙচুর ও লুটপাট চালায়।
এই ঘটনা জানার পর রাতেই ঘটনাস্থলে যান মনির মিয়া ও তার পরিবারের সদস্যরা। তারা ভাঙচুরে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও চড়াও হয়। এক পর্যায়ে হামলাকারীরা মনির মিয়া, তার স্ত্রী ও ছেলে মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করে,এক পর্যায়ে মুক্তিযোদ্ধা মনির মিয়া অজ্ঞান হয়ে পড়ে যান এমন একটি ভিডিও এখন দিগন্ত সময়ের হাতে।
শাহ আলী থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। ভাতের হোটেলের মালিক মনির হোসেন একজন মুক্তিযোদ্ধা। এ ঘটনায় একটি অভিযোগ জমা পড়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।