০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের পুরো মৌসুম খেলো, নাহলে এসো না

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলের প্লেঅফ না খেলেই দেশে ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিষয়টিকে ভালো চোখে দেখেননি ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। এরকম হলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেতন কেটে রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান আরও একটু এগিয়ে, পুরো মৌসুম থাকতে না পারলে আইপিএলে খেলতে না আসার অনুরোধ তার।

পাঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন অনেক আগেই ভারত ছেড়েছেন, হাঁটুতে একটু চোট আছে। বিশ্বকাপের আগে যে সেটা সারিয়ে তুলতে হবে! উইল জ্যাকস, রিস টপলি, জস বাটলার ও ফিল সল্টও দেশে চলে গেছেন। বাকিরাও সেই পথেই। বড় বড় তারকারা আইপিএল ছাড়ায় একটা ‘ছায়া’ নেমে এসেছে- এই বোধ হওয়াতেই হয়তো ক্ষুব্ধ ইরফান। এক্সে এক স্ট্যাটাসে তিনি লেখেছেন, ‘আইপিএলের পুরো মৌসুম খেলো, নাহলে এসো না।’

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও বিপদে পড়েছে বৈকি! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে এখনও প্লেঅফে খেলার হাতছানি। অথচ উইল জ্যাকস দলের সঙ্গে নেই। চেন্নাই সুপার কিংসও একই অবস্থায়, প্লেঅফের টিকিট এখনও নিশ্চিত না হলেও মঈন আলিকে পাচ্ছে না তারা।

এর আগে গাভাস্কার বলেছিলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের যে বেতন দেয়, সেখান থেকে একটা অংশ কেটে নেয়া উচিত। বোর্ডগুলোকেও শাস্তি দিতে হবে। ১০ শতাংশ কমিশনের ব্যাপারটা আইপিএলেই শুধু রয়েছে। অন্য কোথাও নেই। সেটাও দেয়া উচিত নয়।’

স্বরাষ্ট্র সচিব হলেন ড. নাসিমুল গনি

আইপিএলের পুরো মৌসুম খেলো, নাহলে এসো না

সর্বশেষ আপডেট : ০৩:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলের প্লেঅফ না খেলেই দেশে ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিষয়টিকে ভালো চোখে দেখেননি ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। এরকম হলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেতন কেটে রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান আরও একটু এগিয়ে, পুরো মৌসুম থাকতে না পারলে আইপিএলে খেলতে না আসার অনুরোধ তার।

পাঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন অনেক আগেই ভারত ছেড়েছেন, হাঁটুতে একটু চোট আছে। বিশ্বকাপের আগে যে সেটা সারিয়ে তুলতে হবে! উইল জ্যাকস, রিস টপলি, জস বাটলার ও ফিল সল্টও দেশে চলে গেছেন। বাকিরাও সেই পথেই। বড় বড় তারকারা আইপিএল ছাড়ায় একটা ‘ছায়া’ নেমে এসেছে- এই বোধ হওয়াতেই হয়তো ক্ষুব্ধ ইরফান। এক্সে এক স্ট্যাটাসে তিনি লেখেছেন, ‘আইপিএলের পুরো মৌসুম খেলো, নাহলে এসো না।’

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও বিপদে পড়েছে বৈকি! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে এখনও প্লেঅফে খেলার হাতছানি। অথচ উইল জ্যাকস দলের সঙ্গে নেই। চেন্নাই সুপার কিংসও একই অবস্থায়, প্লেঅফের টিকিট এখনও নিশ্চিত না হলেও মঈন আলিকে পাচ্ছে না তারা।

এর আগে গাভাস্কার বলেছিলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের যে বেতন দেয়, সেখান থেকে একটা অংশ কেটে নেয়া উচিত। বোর্ডগুলোকেও শাস্তি দিতে হবে। ১০ শতাংশ কমিশনের ব্যাপারটা আইপিএলেই শুধু রয়েছে। অন্য কোথাও নেই। সেটাও দেয়া উচিত নয়।’