আজ দুপুরে পূর্ব মনিপুর, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০ এ শোরুমটি উদ্বোধন করেন সনি র্যাংগস ইলেকট্রনিক্স এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মিস বিনাস হোসেন এবং সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ এর ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস, যৌথভাবে শোরুমটি উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধকরা বলেন দীর্ঘ ৪০ বছর ধরে সুনাম ও বিশ্বস্ততার সাথে বিশ্ব বিখ্যাত ব্যান্ড ইলেকট্রনিক্স পণ্য দেশে বাজারজাত করছেন তারা।
এছাড়াও সনি র্যাংসের থেকে পণ্য কিনে লটারির মাধ্যমে পাওয়া পুরস্কৃত একটি মোটরসাইকেল গ্রাহকের মধ্যে উপহার দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ক্রেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, ১২৮২ পূর্ব মনিপুর,বেগম রোকেয়া সরণি,মিরপুর-১০ ঢাকা। ( মেট্রো রেল পিলার নং ২৬৬ ) নতুন আঙ্গিকে র্যাংগস ইলেকট্রনিক্স – মিরপুর-১০ শোরুম এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘ ২৫ বছর পূর্বে ১৯৯৮ সালে মিরপুর-১ এ মিরপুরবাসীর জন্য অফিসিয়াল সনি পণ্য নিয়ে সনি-র্যাংগস মিরপুর-১ শোরুমের যাত্রা শুরু হয়। মঙ্গলবার (২১ মে ) নতুন আঙ্গিকে আরো বড় পরিসরে র্যাংগস ইলেকট্রনিক্স – মিরপুর-১০ শোরুম এর উদ্বোধন হয়।
এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির “ব্রাভিয়া এক্সআর” প্রসেসর সমৃদ্ধ নতুন “এল সিরিজ” এর OLED TV, 4K Google TV; Sony Alpha Camera, লেন্স ও এক্সেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম। থাকছে অফিসিয়ালLG 4K UHD, NanoCell এবং OLED টিভি; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার।
সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Electrolux, Kelvinator, Rangs, Philips সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক।