মিরপুর ইস্টার্ন হাউজিং এ গবির রাতে আগুনে পুরে ছাই হয়ে গেছে একটি চার দোকান। শুক্রবার দিনগত রাত ২ টা দিগে রূপনগর থানা এলাকায় মিরপুর ইস্টার্ন হাউজিং কে ব্লক ৬/১ মহিন এক্সেসরিজ ফ্যাক্টরির সাথেই এ অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় দোকানে থাকা ২০ থেকে ২৫ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দিগন্ত সময়কে জানান চার দোকান মালিক মোঃ খোকন মিয়া।
আগুন লাগানোর খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন।
তবে কোথা থেকে কিভাবে আগুন লেগেছে তা কেউ নিশ্চিত করতে পারেননি। চার দোকান মালিক খোকন মিয়া বলেন প্রতিদিনের মতো শুক্রবার রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়ে ঘুমায় ছিলেন।
দোকানে আগুন লেগেছে খবর পেয়ে দোকানে এসে ততক্ষণ দেখতে পান দোকান পুরো পুরে ছাই হয়েছে, দোকানে কি রকম ক্ষতি হয়েছে জানতে চাইলে খোকন মিয়া বলেন, আমার দোকানে ক্যাশ দুই তিন হাজার টাকা ছিল আর মালামাল হবে ২০-২৫ হাজার টাকা, আগুন লাগার বিষয়টি কাউকে সন্দেহ হয় কিনা জানতে চাইলে খোকন মিয়া বলেন।
বেশ কিছুদিন আগে এক রিক্সা চালক তাকে হুমকি দিয়েছে কিভাবে দোকান করে দেখে নেবে সে। কিন্তু সন্দেহ ভাজন লোকের নামে কোন থানায় অভিযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কারো প্রতি কোন অভিযোগ নাই।