বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি কলাভবন, ভিসি চত্বর ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
[৩] এময় শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতার ৫৩ বছর পরেও এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না। যাদের শরীরে মুক্তিযোদ্ধাদের রক্ত আছে তারা কখনও এই বৈষম্যকে মেনে নেবে না। এই বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে সবার জন্য সমতা থাকতে হবে।
[৪] শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের আন্দোলন শুধুমাত্র আজকেই শেষ না। এই রায় বাতিল না করলে আমাদের রাজপথে থাকতে হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। হাইকোর্টের এই রায়ের ফলে ৫৬ শতাংশ কোটা বহাল হচ্ছে।
[৫] এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
[৬] প্রসঙ্গত, বুধবার সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (নবম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায়ও বিক্ষোভ মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা।