চার দিনের চীন সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশের পথে যাত্রা করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সময় দিতে সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
আজ চীনের রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি। আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশে রওনা করি, সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি (সায়মা ওয়াজেদ) অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, ওনার এখানে (বেইজিং) রাতযাপন করার কথা ছিল। এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন।’
গতকাল মঙ্গলবার বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর চীন সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্য সচিবসহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চার দিনের দ্বিপক্ষীয় সফরে গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।