সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই ) সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অথিতি মোঃ আব্দুল মমিন মন্ডল এম পি, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম,ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুিচ উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ভারপাপ্ত বীর মুক্তিযোদ্ধা দেলখোস আলী প্রামানিক,বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় বক্তারা বালি উত্তোলন, মুকুন্দগাঁতী যানযট, বেবি রিক্সা ভ্যান স্ট্যান্ড নির্মাণ, মাদক বাল্যবিবাহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাজনার তালিকা স্থায়ী বোর্ড নির্মাণ, সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের আড্ডার বিষয়ে খোঁজখবর, বেলকুচি সড়কে রাত্রিকালীন নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।