সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১০ আগস্ট) তাদের নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ-কে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগদান করিয়াছেন।’
এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে।