আপনারা ভালো নেই, এটা আমরা সবাই জানি। তবুও এই দেশ আমার, এই মাটি আমার, আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আমি আপনাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, কোনো চাপ প্রয়োগ করছি না, আপনারা কাজে ফিরে আসুন। এই দেশে যদি অন্য কেই আসে তাহলে আমাদের পতাকা থাকবে না’-নড়াইল সদর থানায় কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ, এসপিপি, এন ডি ই, পি এস সি।
শনিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তিনি সদর থানা গ্রাউন্ডে জেলার সকল পুলিশের উদ্দেশ্যে তিনি এসব বলেন। তিনি আরও বলেন, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ভুল বুঝতে পেরেছে, আমাদের সকলেরই ভুল ছিল, আমরা আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।
এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ সদস্যরা বলেন, আমাদের পোশাক থেকে যতক্ষণ না পর্যন্ত রক্তের দাগ মুছে ফেলা হবে ততক্ষণ আমরা কাজে যোগ দেব না। তারা তাদের ১১ দফা মানার ব্যাপারে আশ্বাস প্রদানের জন্য বলেন, নিজেদের নিরাপত্তা ঝুঁকির কথাও জানান জিওসি কে। এ সময় এক নারী কনস্টেবল তার সন্তানকে দেখতে যাওয়ার আকুতি নিয়ে কেঁদে ফেলেন। সেময় তার কথার উত্তর দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ওই সামরিক কর্মকর্তা। পরে সামরিক কর্মকর্তা তাদের নিরাপত্তার আশ্বাস দেন, পুলিশের সঙ্গে সেনাবাহিনী টহল দেবার আশ্বাস দেন।
সদর থানায় ওই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল-মেহেদী, সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম, লোহাগড়া থানা পুলিশের ওসি কাঞ্চন কুমার প্রমুখ।