০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

সরকার পতনের জেরে দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে। শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ ব্যানারে খাগড়াছড়ি হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি জেলা শহরে।

কর্মসূচিতে অংশ নেওয়া সনাতনী ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে বিভিন্ন স্লোগান দেন। তারা সরকার ও প্রশাসনের কাছে হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।সাম্প্রদায়িক শক্তির এমন হামলায় আতঙ্কিত হয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের পরিবার নিয়ে চমর নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই সময় বক্তবে সনাতনী নেতারা বলেন “এই মাটি আমাদেরও। এটা আমাদের পিতৃপুরুষের সম্পত্তি। আমরা আর নিজ গৃহে পরবাসী হয়ে থাকতে চাই না। আমরা কোথাও যেতে চাই না।”
দেশে নিরাপত্তা না থাকায় হিন্দু সম্প্রদায়ের অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তে।
তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

দেশের প্রত্যেকটি আন্দোলন, সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও হিন্দু সম্প্রদায়ের ছেলে-মেয়েরা স্বতস্ফূত অংশ নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এতো কিছু করার পরও কেন সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে?

দ্রুত এ সাম্প্রদায়িক হামলা বন্ধসহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এর আগে খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ ব্যানারে সমাবেশ ও একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শাফলা চত্বর এলাকায় মিলিত হয়ে সমাবেশ করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ।

১৩-৯-২০২৪

স্বরাষ্ট্র সচিব হলেন ড. নাসিমুল গনি

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

সর্বশেষ আপডেট : ০২:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সরকার পতনের জেরে দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে। শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ ব্যানারে খাগড়াছড়ি হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি জেলা শহরে।

কর্মসূচিতে অংশ নেওয়া সনাতনী ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে বিভিন্ন স্লোগান দেন। তারা সরকার ও প্রশাসনের কাছে হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।সাম্প্রদায়িক শক্তির এমন হামলায় আতঙ্কিত হয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের পরিবার নিয়ে চমর নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই সময় বক্তবে সনাতনী নেতারা বলেন “এই মাটি আমাদেরও। এটা আমাদের পিতৃপুরুষের সম্পত্তি। আমরা আর নিজ গৃহে পরবাসী হয়ে থাকতে চাই না। আমরা কোথাও যেতে চাই না।”
দেশে নিরাপত্তা না থাকায় হিন্দু সম্প্রদায়ের অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তে।
তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

দেশের প্রত্যেকটি আন্দোলন, সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও হিন্দু সম্প্রদায়ের ছেলে-মেয়েরা স্বতস্ফূত অংশ নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এতো কিছু করার পরও কেন সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে?

দ্রুত এ সাম্প্রদায়িক হামলা বন্ধসহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এর আগে খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ ব্যানারে সমাবেশ ও একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শাফলা চত্বর এলাকায় মিলিত হয়ে সমাবেশ করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ।

১৩-৯-২০২৪