অনিয়ম দূর্নীতি করে মিনিষ্টরি অব পাওয়ার এনার্জি এন্ড মিনারেল রিসোর্স এর পাওয়ার ডিভিশনের পাওয়ার সেলের ডেপুটি ডাইরেক্টর এডমিন এন্ড ফাইনান্স বিভাগের কর্মকর্তা মঞ্জুরুল এলাহী এখন শত শত কোটি টাকার মালিক বনে গেছেন।
অভিযোগ উঠেছে, আওয়ামী সরকারের আমলে তিনি নানা অনিয়ম দূর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়েছেন।
রাজধানী ঢাকা ইষ্টার্ণ হাউজিং এ প্লট, পূর্বাচলে প্লট ছাড়াও নামে বেনামে তার ১০/১৫ টি প্লট ফ্ল্যাট রয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় রয়েছে মার্কেটসহ অনেক জায়গা জমি। নিজ নামে ছাড়াও স্ত্রী ও শশুড় বাড়ির আত্নীয় স্বজনের নামে বেনামে রেখেছেন বিপুল পরিমাণ অর্থ। আওয়ামী সরকার পতনে ৫ই আগস্টের পর বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ টাকা আটকা পড়েছে।
এসব অর্থ হালাল করার জন্য বছর কয়েক আগে তার স্ত্রীর নামে একটি ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ও করেছেন। জনসাধারণের কাছে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের বিবরণ হিসেবে স্ত্রীর ব্যবসাকেই ফুটিয়ে তোলেন।
টাকার কুমির বনে যাওয়া এই কর্মকর্তার আরও বিস্তারিত জানাবো দ্বিতীয় পর্বে।