ফুটবলার জাকারিয়া পিন্টু’কে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা; জানাজা অনুষ্ঠিত
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু গতকাল সোমবার (১৮ নভেম্বর) চলে গেছেন না ফেরার দেশে।
গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডির মসজিদে বাদ আসর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর আজ মঙ্গলবার সকালে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
তার জানাজায় হাজির হয়েছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম),বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু,বিএনপি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক,বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালসহ বাফুফের কমিটির সঙ্গে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টুর সতীর্থ থেকে শুরু করে ফুটবলাঙ্গনের অনেক তারকারাই উপস্থিত ছিলেন জানাজায়।
মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ,মোহামেডান দল,মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড়রা, বাংলাদেশ ক্রীড়া পরিষদ,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ ক্রীড়াপ্রেমী বিভিন্ন সংগঠন।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে।