শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে দুর্ঘটনার তথ্য পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সর্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।
এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ বলেন, এই দুর্ঘটনায় ৫-৭ জন সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাইনি।
বাসটি কীভাবে খালে পড়েছে, জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। ঘটনাস্থলে বাসের চালক কিংবা হেলপার কাউকে পাওয়া যায়নি। তবে আমরা লোকমুখে যতটুক জানতে পেরেছি বাসটি ছিল রাস্তার বাম পাশে। আর খাল হচ্ছে রাস্তার ডান পাশে। এখন প্রশ্ন হচ্ছে রাস্তার বাম পাশের গাড়িটি কীভাবে ডান পাশে এসে খালে পড়েছে। অনেকে বলছেন একজন নারী যাত্রীকে নামাতে গিয়ে বাসের চালকের সঙ্গে যাত্রীদের ঝগড়া হয়। এতে রাগ করে চালক বাসটি খালের দিকে নিয়ে যেতে পারেন। চালক রাগ করে এমন করতে পারেন তবে এই বিষয়টি নিশ্চিত নয়। আমরা বিষয়টি জানার জন্য তদন্ত করছি।