গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন ইমরান তাহির। আর গুরুতর এই অভিযোগটি করেছেন রংপুর রাইডার্সের বিপক্ষে টসের সময় টিভি ক্যামেরার সামনে।
আজ বাংলাদেশ সময় ভোরে গ্লোবাল সুপার লিগে রংপুরের মুখোমুখি হয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ক্যারিবিয়ান দলটির নেতৃত্বে থাকা তাহির বলেন, রংপুরের কাছ থেকে টাকা না পাওয়ার বিষয়টি এই ম্যাচে তাঁর ভালো করার অনুপ্রেরণা।
টসের সময় রংপুরের বিরুদ্ধে অভিযোগের তির দাগিয়ে তাহির বলেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। সে কারণেই আমরা এখানে এসেছি। বিশেষ করে আজকের ম্যাচটা। অবশ্যই আমরা গায়ানার জন্য জিততে চাই। কিন্তু এখানে ব্যক্তিগত দিকও আছে। আমি গত বছর বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছি এবং আমি আমার চুক্তির সব টাকা পাইনি। সেই ঘটনা আজকের ম্যাচে আমাকে উজ্জীবিত করছে। আমি তাদের বিপক্ষে সত্যিই ভালো কিছু করতে চাই।’
এখানেই থামেননি ৪৫ বছর বয়সী এই লেগ স্পিনার। রংপুরকে আরও কী শিক্ষা দিতে চান জানিয়ে তাহির আরও বলেছেন, ‘আমরা দেখাতে চাই গায়ানা তাদের স্বাগত জানিয়েছে। তারা (গায়ানা) তাদের স্থানীয় খেলোয়াড় এখানে নিয়ে এসেছে, কিছু অর্থ উপার্জন করবে এবং কিছু ভালো ক্রিকেট খেলবে। আমরা এটা দেখাব যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ।’
রংপুরকে দেখিয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ হেরেছে গায়ানা। প্রভিডেন্সে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানে অলআউট হয় রংপুর। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন তাহির। জবাবে গায়ানা ১৯.১ ওভারে ১০২ রানে অলআউট হয়ে ১৫ রানে হারে।
গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৩টি ম্যাচ খেলেছিলেন তাহির। এই তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। আর দল হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়ে রংপুর। তাদের হারিয়ে ফাইনালে খেলা ফরচুন বরিশালই পরে চ্যাম্পিয়ন হয়। এ বছরের বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। তবে নতুন আসর শুরুর আগে তাহিরের এমন অভিযোগ আয়োজক এবং ফ্র্যাঞ্চাইজিকে নিশ্চিতভাবেই বিব্রতকর অবস্থায় ফেলবে।