আজ রাজধানীর টিকাটুলিতে বাংলাদেশ মুসলিম লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মহসিন রশিদের সভাপতিত্বে কে এম দাস লেন টিকাটুলিতে সকাল ১১ টায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১০ই মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত গৃহীত হয়।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দীয় সাধারণ সম্পাদক আবুল খায়ের।
বর্ধিত সভা প্রসঙ্গে জনাব খায়ের বলেন, বাংলাদেশ মুসলিম লীগ ঐতিহাসিক একটি রাজনৈতিক দল যার নিবন্ধন নাম্বার ২১। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং জনসাধারণের মধ্যে দলটির একটি অনুকুল গ্রহনযোগ্যতা রয়েছে।
আমরা অতীত ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে দলটিকে জনসাধারণের কাছে একটি জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট ভূমিকা রাখব।
এবং জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলটিকে সুসংবদ্ধ করে জনসাধারণের কাছে উপহার দিব।
আমরা আশাবাদী আগামী ১০ই মের দলের জাতীয় কাউন্সিলটি দেশবাসীর কাছে একটি উদাহরণমূলক কাউন্সিল হিসেবে পরিচিতি লাভ করবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
বাংলাদেশ মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব কাজী এ কাফি, কাজী আসফাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর।
উপস্থিত ছিলেন, যুব মুসলিম লীগের কেন্দ্রীয় আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ মানিক, সদস্য সচিব মো: শফিকুল ইসলামসহ অনেকে।
সভাপতির বক্তব্যে জনাব মহসিন রশিদ বলেন, আমরা বাংলাদেশের একটি পুরোনো দল হিসেবে দেশের মানুষের কাছে একটি সুসংগঠিত ও পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হিসেবে দাবি করতে পারি। এবং আমাদের দলটিকে ব্যপক জনপ্রিয় করার সম্ভাবনা রয়েছে।
তিনি দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।