০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কাপে টানা চতুর্থ শিরোপা বাংলাদেশের

নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে চতুর্থবারের মতো হওয়া আসরে চারবারই শিরোপা নিজেদের করে নিলো স্বাগতিক দল। শিরোপা ছুঁয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন তারকা রেইডার।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় লাল-সবুজের প্রতিনিধিদের। শেষে জয়ের হাসি ফোটে জিয়া-রাজীবদের মুখে। ৪৫-৩১ পয়েন্টে নেপালকে হারিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয় আব্দুল জলিলের শিষ্যরা।

ফাইনালেও প্রথম রেইডে মুন্সির ঝলক মেলে, প্রথম রেইডে পয়েন্ট এনে দেন তিনি। তবে মিজানুর রহমান প্রথম রেইডে ধরা খেয়ে যান। নেপালের সেরা রেইডার ঘনশ্যাম মাগারকে আটকে দেন জিয়া-রাজীব। আক্রমণাত্মক বাংলাদেশ সাত মিনিটে প্রথম লোনা পেয়ে যায়। এসময় বাংলাদেশের পয়েন্ট ছিল ১২-২।

প্রথমার্ধে নেপালের সেরা রেইডার ঘনশ্যামকে দাঁড়াতেই দেননি বাংলাদেশ। বারবার রেইডে গিয়ে আটকা পড়েছেন লাল-সবুজের ডেরায়। প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

স্বরাষ্ট্র সচিব হলেন ড. নাসিমুল গনি

বঙ্গবন্ধু কাপে টানা চতুর্থ শিরোপা বাংলাদেশের

সর্বশেষ আপডেট : ০২:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে চতুর্থবারের মতো হওয়া আসরে চারবারই শিরোপা নিজেদের করে নিলো স্বাগতিক দল। শিরোপা ছুঁয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন তারকা রেইডার।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় লাল-সবুজের প্রতিনিধিদের। শেষে জয়ের হাসি ফোটে জিয়া-রাজীবদের মুখে। ৪৫-৩১ পয়েন্টে নেপালকে হারিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয় আব্দুল জলিলের শিষ্যরা।

ফাইনালেও প্রথম রেইডে মুন্সির ঝলক মেলে, প্রথম রেইডে পয়েন্ট এনে দেন তিনি। তবে মিজানুর রহমান প্রথম রেইডে ধরা খেয়ে যান। নেপালের সেরা রেইডার ঘনশ্যাম মাগারকে আটকে দেন জিয়া-রাজীব। আক্রমণাত্মক বাংলাদেশ সাত মিনিটে প্রথম লোনা পেয়ে যায়। এসময় বাংলাদেশের পয়েন্ট ছিল ১২-২।

প্রথমার্ধে নেপালের সেরা রেইডার ঘনশ্যামকে দাঁড়াতেই দেননি বাংলাদেশ। বারবার রেইডে গিয়ে আটকা পড়েছেন লাল-সবুজের ডেরায়। প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।