০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক শিল্পমন্ত্রীর এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনেররিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন নেতা-কর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়।

এরই প্রেক্ষিতে দিবাগত ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

পরবর্তীতে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সাথে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামী পক্ষের আইনজীবী এডভেকেট খন্দকার হালিম জানিয়েছেন বয়স এবং শারীরিক অসুস্থ্যতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তবে এ আদেশের বিরোধীতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।

জনপ্রিয় খবর

স্বরাষ্ট্র সচিব হলেন ড. নাসিমুল গনি

সাবেক শিল্পমন্ত্রীর এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

সর্বশেষ আপডেট : ০৮:৪৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনেররিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন নেতা-কর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়।

এরই প্রেক্ষিতে দিবাগত ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

পরবর্তীতে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সাথে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামী পক্ষের আইনজীবী এডভেকেট খন্দকার হালিম জানিয়েছেন বয়স এবং শারীরিক অসুস্থ্যতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তবে এ আদেশের বিরোধীতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।